• Sunrise At: 6:39 AM
  • Sunset At: 5:20 PM
info@faizakhatunmadrasa.com +880 1712-361850, +880 1646-874852

Message from Principle

বিসমিল্লাহির রাহমানির রাহীম
তারিখ: ২৮ / ১১ /২০২৪ খৃী:

নাহমাদুহু অয়ানুসাল্লিআলা রাসুলিহিল কারিম, ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি আজমাঈন, আম্মা বা’য়াদ “পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন “[আয়াত-১সুরা আলাক্ব ] মহান রহমান আল্লাহ আরো বলেন,“করুনাময় আল্লাহ,যিনি কোরআন শিক্ষা দিয়েছেন,সৃষ্টি করেছেন মানুষ” [আয়াত ১-৩ সুরা আর- রাহমান]। আল্লাহ সুবহানাহু তা’আলা আরো বলেন,যে ব্যক্তি রাত্রিকালে সেজদার মাধ্যমে অথবা দাঁড়িয়ে এবাদত করে,পরকালের আশংকা রাখে এবং তার পালনকর্তার রহমত প্রত্যাশা করে,সে কি তার সমান যে,এরুপ করে না,বলুন : যারা জানে এবং যারা জানে না,তারা কি সমান হতে পারে ? চিন্তা-ভাবনা কেবল তারাই করে যারা বুদ্বিমান ।[আয়াত-৯ সুরা জুমার]  

সম্মানিত সুধি,শুভাকাঙ্ক্ষী ও অভিভাবক বৃন্দ,“ফাইজাখাঁতুন তোহফাদার (বহুমুখি) মহিলা দাখিল মাদ্রাসা” ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে অত্র অঞ্চলে কল্যাণময় শিক্ষা ও জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে । অত্র মাদ্রাসা সার্বজনীন ও ইসলামী শিক্ষার সমন্বয়ে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান ।  

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব কামালমাহমুদ তোহফাদার সাহেব মাদ্রাসার জন্য একজন নিবেদিত প্রান পৃষ্ঠপোষক,মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে সভাপতি সাহেব ও উনার পরিবার বর্গ ও সুধি শুভাকাঙ্ক্ষীদের ঐকান্তিক প্রচেষ্ঠায় হাটি হাটি পা পা করে প্রতিষ্ঠানটি আজ এ পর্যায়ে উন্নিত হয়েছে ।

প্রতিষ্ঠান প্রধান হিসাবে আমি অত্যন্ত আশাবাদী প্রতিষ্ঠানটি অত্যন্ত সম্ভাবনাময় এবং উত্তরাত্তর অগ্রসরমান, ছাত্র​-ছাত্রী সংখ্যা আনুপাতিক হারে বৃদ্বি সহ অবকাটামো যুগোপযোগি আধুনিক ও সমৃদ্ব হবে ।

আমরা মাদ্রাসা পরিবার,আপনাদের কাছে দোয়া চাই অত্র প্রতিষ্ঠানটি স্বমহিমায় উদ্বাসিত হোক, কল্যাণময় জ্ঞানের আলো ছড়িয়ে দিক দেশ-দেশান্তরে। কিয়ামত পর্যন্ত যেনো মাদ্রাসাটি প্রতিষ্ঠিত থাকে এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষকদের জন্য কিয়ামত দিবসে এই দ্বীনি প্রতিষ্ঠান মহান আল্লাহ তা’আলা যেন নাজাতের ওছীলা বানিয়ে দেন। আমিন ছুম্মা আমিন।

Copyright 2024 Faizakhatun Mohila (Multipurpose) Dakhil Madrasa. Developed by Access InfoTech Ltd.